ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল বিজেপির। এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মন্ডল সভাপতিদের বিরুদ্ধে সরব আদি বিজেপির নেতা কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে এগরা ২ ব্লকের অন্তর্গত মন্ডল সভাপতিদের পরিবর্তন করতে হবে। এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রবিবার এগরা ২ ব্লকের তাজপুরে আদি বিজেপির নেতা কর্মীরা মানব বন্ধন কর্মসূচির মধ্য দিয়ে একটি বৈঠক করেন। বাথুয়ারী এলাকার বিজেপি নেতা বিষ্ণুপদ মাইতি বিজেপির প্রকাশ্যে গোষ্ঠী কোন্দলকে কার্যত শিলমোহর দিয়ে বলেন, আমরা এই ব্লক সভাপতিকে মেনে নিতে পারছিনা। তাঁদের মধ্যে কিছু দুর্নীতি পরায়ণ কার্য কলাপ রয়েছে। বিগত বিধানসভা থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা বার বার জেলা সভাপতিকে দুর্নীতির বিষয়ে অবগত করিয়েছি। আমরা দুর্নীতিগ্রস্থ লোকদের মেনে নিতে পারছিনা। আমরা যারা মানব বন্ধন করেছি সবাই এই সমস্ত দুর্নীতিগ্রস্থ লোকেদের মেনে নিতে পারছিনা। ৪ টি অঞ্চলের বুথ সভাপতিরাও আমাদের সঙ্গে রয়েছে। আমরা জেলা সভাপতিকে চন্দন বেরা, চন্দন পন্ডা, দেবকুমার পন্ডা, রবিশঙ্কর মাইতি এই ৪ জনকে বাদ দিয়ে আমাদের দলের যেকোনো একজন সভাপতি করলে আমরা মেনে নেবো। বিগত দিনে এই তাজপুরে বিজেপির পুরোনো পার্টি অফিসে মিটিং করলেও আমরা জেলা সভাপতির কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। আমাদের মানব বন্ধন কমিটির রূপরেখা তৈরী হয়ে গেছে। আমাদের দাবি আমরা বিজেপির সঙ্গে কাজ করতে চাই কিন্তু এই মন্ডল সভাপতিদের পরিবর্তন করা হোক। এবিষয়ে আমরা উর্ধতন নেতৃত্বকে জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত জানিয়েছেন, আমার কাছে কেউ এই বিষয়ে লিখিত অভিযোগ জানাননি। আর এরা প্রকৃত বিজেপি করে আমার সন্দেহ রয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অমিত প্রধান, এজাজুল আলী, শিবনাথ সামন্ত প্রমূখ।