প্রদীপ কুমার সিংহ :- নিম্নচাপের ফলে আবার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই নিম্নচাপ শুরু হয়েছে রবিবার থেকে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা অতটা বৃষ্টি না হলে ও বুধবার ভোররাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির দিন ভোট চলে। এতে করে বারুইপুর পৌরসভায় ও বারুইপুর পঞ্চায়েত গুলিতে বেশ কিছু অঞ্চলের জল জমে যায়। বিশেষ করে রাস্তা গুলোর অবস্থা অত্যধিক জল থাকার খুবই সমস্যায় পরে সাধারণ মানুষ। বেশ কিছু রাস্তায় বেহাল দশা আগেই ছিল।এই বৃষ্টির ফলে রাস্তার আর বেহাল অবস্থা। সাধারণ মানুষ যাতায়াতে খুবই সমস্যায় পরে। রাস্তায় হাঁটুর উপর পর্যন্ত জল।
বাইক, সাইকেল, অটো, টোটো চালাতে মানুষের খুব সমস্যা হয় অফিসে যাওয়ার সময় রাস্তায় ঠিকমতো গাড়ি না চলায় অনেকে অফিস যেতে পারিনি। তবে আবহাওয়া দপ্তরের খবর আরো দুই এক দিন এই নিম্নচাপ থাকবে। বারইপুর পৌরসভার চার নম্বর ১৫ নম্বর তিন নম্বর দু’নম্বর তের নম্বর সব বিচ্ছিন্ন এলাকায় জলমগ্ন হয়। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, মাদারাট গ্রাম পঞ্চায়েতের, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকার রাস্তার জলে ডুবে থাকে।