পর্যটনকেন্দ্র তাজপুর সংলগ্ন মেরিন ড্রাইভ রাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মেরিন ড্রাইভের জলধায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে বালিসাই থেকে বাজার করে বাড়ি ফিরছিল জলধার বাসিন্দা নিপু জানা( ৩৭)। অপরদিক থেকে বাইক নিয়ে আসছিল গৌতম মহাপাত্র। দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুজনেই ছিটকে পড়ে রাস্তার উপর। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে বালিসাই বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে যা হয়। সেখানে নিপু জানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকগণ। অবস্থার অবনতি হলে কাঁথি মহকুমা হাসপাতালে গৌতম মহাপাত্রকে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর গৌতম কাঁথি মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে মন্দারমনির উপকূলীয় থানা তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইকে আটক করেছে পুলিশ।