কাঁথি শহরের হার ছিনতাই এর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ। অভিযোগ বুধবার দুপুরে কাঁথির দীঘা বাইপাস এর কাছে এক গৃহবধুর হার ছিনতাই হয়। গৃহবধূ কাঁথি থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্তে নামে। কাঁথি থানার আই সি প্রদীপ দান জানিয়েছেন শহরের সিসি ক্যামেরা তল্লাশি করে ছিনতাই বাজকে চিহ্নিত করা হয়। অভিযান চালিয়ে মারিশদা থানার চাঁদবেড়িয়া গ্রাম থেকে অরিন্দম দাস কে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ছিনতাইবাজ কে গ্রেফতার করা গেলেও হার উদ্ধার করা যায়নি।
সেই কারণে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করে হার উদ্ধারের চেষ্টা চালাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উত্তরের খবর গৃহবধূ দাঁড়িয়ে থাকার সময় দুটি যুবক বাইক নিয়ে এসে গলার হার ছিনতাই করে নিয়ে যায়।
Author: ekhansangbad
Post Views: ৩৩