পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের কাঠগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক অভিভাবিকাকে মদ্যপ অবস্থায় শ্লীলতাহানির অভিযোগ ওঠেছে।ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে গত কয়েকদিন আগে সৈকত শহর দিঘায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলো বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখান থেকে ফেরার পথে এই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক অভিভাবিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
স্থানীয় গ্রামবাসী অভিভাবকেরা অভিযোগ করেছেন,এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত শিক্ষক সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। এই নিয়ে উত্তেজনা ছড়ায় গ্রামে। গ্রামবাসীদের তরফে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে।
শুক্রবার গ্রামবাসীদের তোলা সেইসব অভিযোগ স্বীকার করে নিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব দাস। সহ শিক্ষকের এমন কাজে লজ্জিত প্রধান শিক্ষক ক্ষমা চাইলেন কাঠগাছিয়া গ্রামের বাসিন্দাদের কাছে। বিষয়টি বিডিও, স্কুল ইন্সপেক্টর, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানানো হয়েছে বলে জানান কাঠগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।