মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় চলন্ত বাইকের অগ্নিকাণ্ড! রবিবার সকাল ১১.৩০ মিনিট নাগাদ হলদিয়া টাউনশিপে মাখনবাবু বাজারে কাছে একটি চলন্ত বাইকে আগুন লাগে। প্রথমে বাইক থেকে ধোঁয়া বের হয়, তারপরে দাউদাউ করে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তার ব্যর্থ হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হলদিয়া থানায় পুলিশ এসে বাইকটি নিয়ে যায়। কি কি কারণে অগ্নিকাণ্ড তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সূএ মারফত জানাগেছে, হলদিয়া কুকড়াহাটি বাসিন্দা সোলমান খানের বাইকের আগুন লাগে।
পেশায় জেসিবি চালক। হঠৎই রাস্তার মধ্যে বাইকে দাউদাউ করে আগুন লেগে যায়।গাড়িচালক প্রাণে বাঁচার জন্য বাইক ছেড়ে চলে আসে। দুর্ঘটনা পর কিছু সময়ের জন্য ব্যাপক যানজট তৈরি হয়। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
Author: ekhansangbad
Post Views: ৭৭