প্রদীপ কুমার সিংহ :- যদিও বৃষ্টি কয়েকদিন পড়েছে। কিন্তু গরমে মানুষ এখন নাজেহাল অবস্থা। এই অত্যধিক গরমে ব্লাড ব্যাংক গুলি রক্তের চাহিদা দেখা যায়। সেই কথা মাথায় রেখেই রক্তদান শিবির হল বারুইপুরে। বারুইপুর খোদারবাজার লাইন্স ক্লাবের পরিচালনায় একটি রক্তদান শিবির হয় রবিবার। এই কর্মসূচিটি হয় ক্লাব ভবনে। রক্তদান শিবিরটি অষ্টম বছরে পদার্পণ করে। একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরটি হয়। এই কর্মসূচিটি শুরু হয়েছিল রবিবার সকাল দশটার সময় তার চলে দুপুর আড়াইটা সময় পর্যন্ত।
মহিলা ও পুরুষ মিলে মোট ৮০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই ক্লাবের সম্পাদক লায়েক আলীর সঙ্গে কথা বলে জানা যায় যে এই ক্লাবটি প্রতিষ্ঠাতা হয়েছিল ১৯৮৬ সালে। সেই বছর থেকেই রক্তদান শিবির হয় ক্লাবের মধ্যে। কিন্তু দু তিন বছর করার পর তা বন্ধ হয়ে যায়। আবার ইদানিং বেশ কয়েক বছর এই রক্তদান শিবির করে। এতে করে প্রচুর মানুষ উপকৃত হয়। রক্তের কোন জাত হয় না। রক্তের জন্য মুমূর্ষ রোগীর নতুন জীবন দান করে।এই রক্তদান শিবিরের বিশেষ আকর্ষণ হিন্দু সম্প্রদায় মানুষের থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি রক্তদান করেছে। রক্তদান শিবিরে বিশেষ করে মহিলাদের রক্তদানের উৎসাহ ছিল চোখে পরার মত।