প্রদীপ কুমার সিংহ :- চারচাকা গাড়ি ও বাস দুর্ঘটনায় আহত এক শিশু। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর যুগী বটতলা এলাকায় রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ। বারুইপুর যুগী বটতলার কাছে আল
আমিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন শ্যামলী বিশ্বাস। সঙ্গে ছিলেন স্বামী, মেয়ে ও ছেলে । বাসন্তী ব্লকের অন্তর্গত ঝড়খালি এলাকায় তার বাড়ি । এম এ ইংরাজি পরীক্ষা ছিল রবিবার।স্বামী সমর বিশ্বাস, ছেলে অঙ্কিত বিশ্বাস, মেয়ে দ্রুতি বিশ্বাস ওই তিন জনে গাড়িতে ভেতরে বসেছিল। পিছন দিক থেকে বারুইপুর বারাসাতে রুটের একটি বাস এসে সেই গাড়িটিকে ধাক্কা মারে। গাড়ির মধ্যে থাকায় মেয়ে ধ্রুতি বিশ্বাস হাতে ও পায়ে আঘাত লাগে। তাদেরকে চারচাকা গাড়ির দরজার কাঁচ ভেঙে বার করে স্থানীয় বাসিন্দারা। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা জন্য যায় তাদেরকে। আহত ওই শিশুটি চিকিৎসা ধীন আছে হাসপাতালে।
পাশাপাশি এই ঘটনায়, ঘটনা স্থলে উন্মত্ত জনতা বাসটি ভাঙচুর করে।বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রাস্তা অবরোধ করে।বাস ভাঙচুর হয় বারুইপুরের যোগী বটতলা এলাকায়। শিশুসহ বেশ কয়েকজন আহত । বারাসত বারুইপুর রুটের বাস ধাক্কা মারে একটি চার চাকা গাড়িতে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা । ঘটনা স্থলে বারুইপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস ভাঙচুর চালাতে গিয়ে দেবাশীষ সরদার নামে এক যুবক গুরুতর আহত হয় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাসে জানালা কাঁচে তার হাত রক্তাক্ত হয়। সে এখন বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার খুব উত্তেজনা দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। প্রায় আধঘন্টা পথ অবরোধ করার পর বারুইপুর থানা পুলিশ এসে অবরোধকারীদের উঠিয়ে দেয়।