Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ৯০ টি পূজা কমিটিকে চেক প্রদান করা হয়।

প্রদীপ কুমার সিংহ :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে দুর্গাপূজা কমিটি গুলোকে সরকারি অনুদান দেন। প্রথমে ১০ হাজার টাকা পূজা কমিটিগুলিকে অনুদান দিয়েছিল যত দিন গেছে তত সরকারি অনুদান বেড়েছে। এবছর দূর্গা পূজা গুলিকে ৮৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিছুদিন আগে। সেই মোতাবেক পশ্চিমবাংলার  বিভিন্ন থানার সমন্বয় কমিটি থেকে সরকারি অনুদান ৮৫ হাজার টাকার চেক দেওয়া শুরু হয়েছে পূজা কমিটি গুলিকে। দক্ষিণ 24 পরগনা পূজা কমিটি গুলো কয়েকদিন ধরেই চেক প্রদান করছে বিভিন্ন থানার সমন্বয় কমিটি গুলি।রবিবার সন্ধ্যায়  বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অনুমোদিত  পূজা কমিটি গুলিকে বারুইপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোনার তরী কমপ্লেক্স থেকে রবিবার সন্ধ্যায় চেক প্রদান করা হয় ।

সোমবার বারুইপুর থানা সমন্বয় কমিটি পক্ষ থেকে  বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লীলা সিনেমা প্রেক্ষাগৃহ থেকে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ৯০ টি সরকারি অনুমোদিত পূজা কমিটিগুলোকে সরকারি অনুদান ৮৫ হাজার টাকা করে চেক প্রদান করেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বারুইপুর পূর্ব বিধানসভা অন্তগত  15 টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি  শ্যামসুন্দর চক্রবর্তী,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কয়েকজন সদস্য সদস্যা , সাংবাদিক বন্ধু ও প্রশাসনে আধিকারিকগণ। সরকারি অনুদান ৮৫ হাজার টাকা পেয়ে পূজা কমিটি গুলি খুবই খুশি হয়। এই সম্বন্ধে এলাকার বিধায়ক বিভাস সর্দারকে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রতি বছরের মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গা পূজা কমিটি গুলিকেপ্রতি বছর সরকারি অনুদান দেয়। এবছরও ৮৫ হাজার টাকা করে সরকারি অনুদান দিল। তবে কিছুদিন আগে একটি হাসপাতালে  দুর্ঘটনার জন্য পশ্চিমবাংলা কয়টি পূজা কমিটি এই সরকারি অনুদান নিতে অস্বীকার করে। কিন্তু বিধায়ক বলেন বারুইপুর পূর্ব বিধানসভায় ৯০ টি সরকারি অনুমোদিত  দুর্গা পূজা কমিটিগুলির সবাই চেক নিয়েছে। পূজা কমিটি সদস্যদের বলেন সবাই যাতে পুজো ভালো করে করতে পারে তার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সবাই সুন্দর ভাবে পুজো দিনগুলি আনন্দ করতে পারে যেন। কারোর প্ররোচনা কোন জায়গায় পা দেবেন না। যদি কোথাও অশান্তি হয়, সঙ্গে সঙ্গে থানায়  জানাতে হবে। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এই পরামর্শ দেন বিধায়ক।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read