Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাওহাইস্কুলের মাঠে  শারদ উৎসবের আয়োজন করেছে “শরতে সম্ভবী” সংস্থা

শারদ উৎসব নিয়ে মহা ধুম চলছে। সমস্ত জায়গায় সাজো সাজো রব।বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সকলকে মাতিয়ে রাখার প্রয়াস নিয়েছে “শরতে সম্ভাবী”।  বালিসাই ও রামনগরের মাঝে রাওহাইস্কুল। তার মাঠ জুড়ে বর্ণময়  শারদ উৎসবের আয়োজন করেছে “শরতে সম্ভবী” সংস্থা।  প্রথম বর্ষের নতুন দুর্গোৎসব হতে চলেছে। এই পুজো কমিটিতে মহিলাদের প্রাধান্য দিয়ে  সংঘটিত। ৯ অক্টোবর মহাষষ্ঠীর গোধূলি লগ্নে মাতৃ মন্ডপের শুভ দারোদঘাটন করবেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত থাকবেন রামনগর ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ,পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কুমার সার, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, তালগাছারী ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনু রানী সাউ, উপপ্রধান গীতা জানা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম প্রধান, রামনগর রাও হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, শিক্ষক দিলীপ মিশ্র, কালিন্দী হাই স্কুলের প্রধান শিক্ষক অনিন্দ্য সুন্দর দাস, প্রমুখ।  

এখানে তিন দিনের চতুর্মুখী যঞ্জকুন্ড৷ স্থাপনের  মধ্য দিয়ে পুজোর শুভারম্ভ  হবে।চতুর্মুখী যজ্ঞ কুন্ডের শুভ উদ্বোধন করবেন বিধায়ক প্রথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সূর্যের তেজ রশ্মি দিয়ে  যঞ্জকুন্ডের অগ্নি নিক্ষেপ এর মধ্য দিয়ে যজ্ঞ পরিচালনা করবেন রামনগর থানার বাখারপুর কাণ্ডগ্রামের অখন্ড শ্রীক্রিয়াযোগ মন্দির সেবাশ্রম  এর আচার্য দেবানন্দ শাস্ত্রী ও তার সহযোগীবৃন্দ।এই শুভারম্ভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন রামনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি,রামনগর ২ ব্লকের বিডিও অখিল মন্ডল,জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।     সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে পুজো হবে।শুভ মহালয়ার দিন থেকেই সপূর্ণভাবে সমগ্র অনুষ্ঠান চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read