Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনপুরে সমবায় ভোটে জয়লাভ করল বিজেপি

পটাশপুরের চন্দনপুর তন্তুবায় সমবায় সমিতি ভোটে অধিকাংশ আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল। ভোটাভোটিতে ৮ টি আসনেই জয়ী বিজেপি।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর তন্তুবায় সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ২৩০ মোট, আসন সংখ্যা ৮ টি। ৮ টি আসনে বিজেপি প্রার্থী দিলেও, মাত্র ৩ টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। সোমবার চন্দনপুরে সমবায় ভোটে ৮ টি আসনের ৮ টিতে  জয়লাভ করে বিজেপি।  ফালাফল ঘোষণা হতেই গেরুয়া আবির মাখিয়ে মিস্টি খাইয়ে উৎসব শুরু করে বিজেপি কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের
বিধায়ক উত্তম বারিকের  বিধানসভা ও জেলা তৃণমূলের সভাপতি পিজুস কান্তি পন্ডার খাস তালুক পটাশপুরে
এই সর্বপ্রথম সমবায় ভোটে জয়লাভ করলো বিজেপি। পটাশপুরে পঁচেট গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও  ওই  গ্রাম পঞ্চায়েত এলাকার সমবায় নির্বাচনে অধিকাংশ আসনে কার্যত  প্রার্থী দিতে পারলই না ঘাসফুল শিবির।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read