সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান হাই স্কুলে জেড়থান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সদ্য প্রয়াত এগরা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ’র স্মরণসভা অনুষ্ঠিত হল। এদিন প্রয়াত সভাপতির প্রতিকৃতিতে মাল্যদান করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং এগরা ১ ব্লক তৃণমূলের নেতৃত্বরা।
পাশাপাশি বিজনবিহারী সাউর কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন এগরার বিধানসভার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ কুমার মাইতি, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ সভাপতি সত্য চক্রবর্তী, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস, বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, জেড়থান যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ বেরা,জেড়থান গ্রাম পঞ্চায়েত প্রধান মঞ্জু বেরা, সব্যসাচী দাস, নন্দদুলাল সাউ সহ অন্যান্য নেতৃত্বরা।