স্কুটির পিছনে লরির ধাক্কায় মৃত্যু হল স্থানীয় এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর নাগাদ নন্দীগ্রাম তেরপেক্ষা রাজ্য সড়কের আশদতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। নন্দীগ্রাম থেকে আসার সময় কার্তিক জানা (৩৫) এর স্কুটির পেছনে একটি লরি এসে ধাক্কা মারে। তারজেরে ছিটকে পড়ে যায় কার্তিক। গুরুতর যখন অবস্থায় উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।
তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়। বিকেল চারটা নাগাদ তার মৃতদেহ ময়না তদন্ত হয় বলে জানা গেছে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Author: ekhansangbad
Post Views: ২৯