পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস গ্রুপ অফ ইনস্টিটিউশন এ পূর্ব মেদিনীপুর রেফারিজ এ্যসোসিয়েশানের ১৩ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার চারটি মহকুমা থেকে প্রায় ৭৬ জন রেফারি সম্মেলনে অংশগ্ৰহন করেন। সম্মেলনের উদ্বোধন করেন কলকাতা রেফারিজ এ্যসোসিয়েশানের সভাপতি ভোলানাথ দত্ত,প্রধান অতিথি ছিলেন ভারতীয় ফুটবল সংস্থার সম্পাদক অনির্বাণ দত্ত।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ইন্ডিয়ান ফুটবল এ্যসোসিয়েশানের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী,ইন্ডিয়া ফেডারেশান অফ ফুটবল কোচ এর সভাপতি সঞ্জয় ব্যানার্জি,পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস এ্যসোসিয়েশানের সম্পাদক
বিপ্লব চক্রবর্তী, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মাননীয় বিশ্বজিৎ দত্ত প্রমুখ।
সম্মেলনে জেলার বিশিষ্ট কিছু ক্রীড়া প্রেমী ও ক্রীড়া সংগঠককে সংস্থার পক্ষ থেকে আজীবন সদস্য পদ দেওয়া হয় এবং সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়।
সম্মেলনে উদ্বোধন করে অনির্বাণ দত্ত বলেন ফুটবল খেলার মান বৃদ্ধিতে রেফারিদের ভূমিকা অনেক। রেফারিরা দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করলে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকরা তাদের প্রশংসায় ভরিয়ে দেয়। তিনি দক্ষ রেফারী তৈরি তে জেলা সংস্থার পাশে থাকার আশ্বাস দেন।ভোলানাথ দত্ত তাঁর ভাষনে এই জেলার রেফারিদের কলকাতা রেফারিজ এ্যসোসিয়েশানের রেফারি পরীক্ষায় বসার পরামর্শ দেন এবং দক্ষ রেফারী তৈরিতে জেলা রেফারি এ্যসোসিয়েশানকে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব হাজরা বলেন জেলায় ফুটবল লিগ না হওয়ায় কারনে রেফারিদের মান ধীরে ধীরে কমছে। তিনি ডি. এস. এ. কাছে জেলা লিগ চালু করার আবেদন করেন। এছাড়া রেফারিদের নিয়ে সেমিনার, ও আগামী ফেব্রুয়ারি মাসে রেফারি পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করেন।