Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা

মহালয়ার পূণ্যলগ্নে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নগরীতে বড়োমাপের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দিঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতা হয়।

বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায়তে প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা গিয়েছে,  এদিন কাঁথি মহকুমার বিভিন্ন এলাকার প্রায় ১,২০০ জন ছাত্র ছাত্রীদের এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে।পরে সফল প্রতিযোগিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে বলে দাবি উদ্যোক্তাদের।

উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি উপস্থিত হয়ে প্রতিযোগিদের উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী পায়েল সরকার, উৎসব কমিটির সভাপতি পার্থসখা জানা, কার্যকরী সভাপতি উত্তম দাস, সম্পাদক দেবব্রত দাস  ও বিশ্বজিৎ জানা, শান্তনু কুন্ডু, দীপঙ্কর সুঁই প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read