পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের আয়োজনে গান্ধীজীর ১৫৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে মানব বন্ধন উৎসবে ২৫০ টি টোটো নিয়ে ১৬ কিলো মিটার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উওম বারিক, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ,পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা,কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাবিত্রী মন্ডল, কাঁথি ৩ পঃ সঃ সদস্যা অপরারাজিতা মন্ডল,ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দ দুলাল মাইতি, সহ এই গ্ৰাম পঞ্চায়েতর সমস্ত সদস্য সদস্যা বৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Author: ekhansangbad
Post Views: ৪০