Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বচ্ছতাই সেবা প্রকল্পে স্বচ্ছতা অভিযান গান্ধীজীর জন্ম দিবসে

পৌরসভার পক্ষ থেকে গান্ধীজীর ১৫৬ তম জন্ম দিবস উপলক্ষে গান্ধীজীর আদর্শকে পাথেয় করে স্বচ্ছতাই সেবা প্রকল্পে কাঁথি শহরে স্বচ্ছতা অভিযান হল। সকালে চৌরঙ্গী মোড়ে গান্ধীজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি। উপস্থিত সকলে পুস্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে কাঁথি চৌরঙ্গী মোড় থেকে কাঁথি পোস্ট অফিস মোড় পর্যন্ত কাঁথির পুরো প্রধান সুপ্রকাশ গিরি ও কাউন্সিলরগণ ঝাঁটা ধরে সাফাই অভিযান করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, অতনু গিরি, রুমা দাস, নিত্যানন্দ মাইতি, নির্মল সাথী প্রকল্পের সুপারভাইজার হিমাংশু মান্না সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পরে পৌরসভায় আনুষ্ঠানিকভাবে নির্মল সাথী বন্ধুদের শারদীয়া উপহার তুলে দেওয়া হয়। উপহার তুলে দেন পৌর প্রধান  সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি, তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য,অতনু গিরি,  রিনা দাস, নিত্যানন্দ মাইতি, নির্মল সাথী প্রকল্পের ইনচার্জ হিমাংশু মান্না সহ অন্যান্য বিশিষ্টজন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read