মহালয়ার দেবী পক্ষের সূচনার পুণ্যলগ্নে এবং গান্ধীজীর ১৫৬ তম জন্ম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ বেকারি শিল্প প্রতিষ্ঠান “বিদ্যুৎ বেকারি” এর কাঁথি শহরে দ্বিতীয় এবং জেলায় ৩২ তম বিক্রয় কেন্দ্র এর শুভ দ্বারোদঘাটন হল। বুধবার সকালে মঙ্গল দীপ জ্বেলে ফিতা কেটে বিপনির শুভ দ্বারোদঘন করেন দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশন সেবা শ্রমের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ভাস্কর ব্যানার্জি, কাঁথির পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, কাউন্সিলর লীনা দাস মহাপাত্র,সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং স্বাগত ভাষণ দেন প্রাক্তন বিধায় তথা নাচিন্দা মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি অনিল কুমার মান্না।
অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জোৎস্না মান্না। উদ্বোধনী অনুষ্ঠানে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংস্থার কর্মধার অতনু কুমার দাস এবং তার সহধর্মিনী মনিকা দাস ও তাঁর কন্যা সুস্মিতা দাস । এই বৃহৎ শিল্পে কর্মসংস্থান এবং সামাজিক দায়বদ্ধতা যেভাবে বহন করে চলেছেন সংস্থার কর্ণধার অতনু কুমার দাস তার ভুয়োসি প্রশংসা করেন অনিল কুমার মান্না। পরে একটি কুইজ প্রতিযোগিতার আসর বসানো হয়। সফলদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কার কর্ণধর অতনু কুমার দাস।