Select Language

[gtranslate]
২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

উই কেয়ার ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ শপিং মলে পূজোর সাজ

মহালয়ার দিন শপিং মলে যাওয়া যাদের ক্ষমতা র বাইরে সেই সব পরিবারের শিশুদের শপিং মলে নিয়ে গিয়ে নিজের পছন্দের জামা কিনে দিল উই কেয়ার ফাউন্ডেশন
প্রায় ৫০ জন শিশুকে তাদের পছন্দের জামা কিনে দেওয়া হয়।
এর পূর্বে উই কেয়ার ফাউন্ডেশন পূজোর সাজ নিয়ে রওনা দিয়েছিল ঝাড়গ্রাম র উদ্দেশ্যে। সেখানে ১৫০ জন শিশুকে বস্ত্র তুলে দেওয়া হলো। এছাড়া ও পটাশপুর , কাঁথি তে ও পূজার সাজ শিশু দের তুলে দেওয়া হয়। সংস্থা র পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী ও সুভাষ নন্দ সকল দাতা বন্ধু দের ধন্যবাদ জানান। ওনারা বলেন উই কেয়ার ফাউন্ডেশন শুধু পূজো নয় ২৪ ঘন্টা মানুষের পাশে থাকে। গত কয়েকদিন আগে হয়ে যাওয়া পাশকুড়া তে বন্যা দুর্গতদের পাশে ও আমরা দাঁড়িয়েছিলাম আমাদের সাধ্যমতো ক্ষমতা দিয়ে।সংস্থা র সহ সম্পাদক বিপুল দাস ও সম্পাদক সৌমেন সামন্ত জানান প্রতিবছর আমাদের পূজোর সাজ নিয়ে মানুষের দরবারে হাজির হ ই। শিশু দের জামা ও মা দের কাপড় তুলে দেওয়া হয়। আগামী দিনে আর ও বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read