Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাকদ্বীপের স্বচ্ছ ভারত অভিযান

প্রদীপ কুমার সিংহ  :- বুধবার  দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা কাকদ্বীপের স্বচ্ছ ভারত অভিযানে কর্মসূচি হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল নেহেরু যুব কেন্দ্র, বারুইপুর শাখা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন  বারুইপুর পুলকিত সমাজ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে নামখানা,,বকখালি কোস্টাল  সমুদ্র সৈকতে প্লাস্টিক বোতল এবং পরিতক্ত প্লাস্টিক পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছতাই সেবা নামক একটি কোস্টাল ক্লিনিং ড্রাইভের পরিষ্কার করা হয়| মোট ৩৫ জন স্বেচ্ছাসেবক এর উপস্থিতিতে এবং নামখানা বকখালি কোস্টাল হকার ইউনিয়নের সহায়তায় এই স্বচ্ছতা অভিযানটি সম্পন্ন হয়। নেহেরু যুবক কেন্দ্র বারুইপুর,যুব এবং ক্রীড়া দপ্তর,ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের হাতে স্বচ্ছতা অভিযানের জন্য টি শার্ট, টুপি, প্যাড এবং একটি করে পেন প্রদান করা হয়| এই কর্মসূচিতে  সংগ্রহ করা সমস্ত বর্জ্য নির্দিষ্ট ডিসপসেবল প্যাকেটের মাধ্যমে ডিসপোজ করা হয়।


এ প্রসঙ্গে বারুইপুর পুলকিত সমাজের পক্ষ থেকে প্রজেক্ট ম্যানেজার দেবব্রত মারিক জানান তারা গত ১৭ ই সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্কুল কলেজে স্বচ্ছ ভারত অভিযান শুরু করে তা শেষ করে  গান্ধীজি জন্মজয়ন্তীতে। প্রায় ১৫ দিন ধরে এই কর্মসূচি পালন করে।  প্রত্যেক বছরই তারা এই কাজ করে চলেছেন। বারুইপুর পুলকিত সমাজের আর এক সদস্য বলেন পর্যটকদের সমুদ্র সৈকতে ভ্রমনে আসছেন খুব ভালো কথা কিন্তু এই সমুদ্র সৈকত টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও সকলের যে দায়িত্ব। সেটা সকলকে মেনে চলতে ও সমুদ্র সৈকতে ঘুরতে এসে প্লাস্টিকের ব্যাগ,বোতল ইত্যাদি জলে না ফেলতে তিনি অনুরোধ করেন|

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read