প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর প্রেসক্লাবের পঞ্চম বার্ষিকী ম্যাগাজিন উদ্বোধন হল মহালয়ার দিন তথা মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম দিনে । এই ম্যাগাজিন টি উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, বারুইপুরের এসডিও, পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ফেরদৌসী বেগম,রাজ সোনারপুর পৌরসভার একাধিক পৌর পিতা,পৌর মাতাগন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটি উদ্বোধন হয় গড়িয়ার মিতালী সংঘের পূজা মন্ডবে। সেই সঙ্গে বারুইপুর প্রেসক্লাবের ও এই দিন এই ম্যাগাজিন উদ্বোধনী সংক্রান্ত অনুষ্ঠান হয় বুধবার রাতে। প্রেসক্লাবে এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী,বারুইপুর থানা আধিকারিক সৌমজিৎ রায়, বারুইপুরের SDICO কামিনী রায়, শিক্ষিকা সুমি চক্রবর্তী সব বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা সবার মুখে একই কথা বারুইপুর প্রেসক্লাবের সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে খবর সংগ্রহ করে। শুধু খবর নয় এরা সামাজিক কাজেও দায়বদ্ধতার দায়িত্ব নেয়। এই ম্যাগাজিনে বহু গল্প প্রবন্ধ কবিতা বিশিষ্ট লেখকরা তাদের নিজের ভাষায় উদ্ধৃত করে। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তি বারইপুর প্রেসক্লাবের সাংবাদিকরা আগামী দিন যাতে আরো ভালো কাজ করে এবং নির্ভীক খবর মানুষের কাছে তুলে ধরতে পারে সেই বক্তব্য রাখেন সবাই । এই ম্যাগাজিন উদ্বোধনের বহু লেখক উপস্থিত ছিলেন। প্রত্যেকের হাতে একটি করে পঞ্চম বার্ষিকী ম্যাগাজিন তুলে দেওয়া হয়।