Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছন্দমের ৫৪ তম শারদোৎসব উদযাপন

মেদিনীপুর শহরের অন্যতম প্রাচীন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছন্দম মিউজিক অ্যাকাডেমির ৫৪ তম বর্ষ শারদোৎসব রবিবার  অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির সভাগৃহে। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল। প্রখ্যাত সুরকার ও শিল্পী শ্যামল মিত্রের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন।শ্যামল মিত্রের গানে,গানে মনোমুগ্ধকর হয়ে ওঠে গোটা পরিবেশ। শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন আশিস সরকার, পীযূষ ভট্টাচার্য্য, চন্দন মিশ্র, দেবাশিষ কর,অতনু দাস, নিলোফার রহমান সহ অন্যান্য শিল্পীবৃন্দ।

আগমনী সঙ্গীত পরিবেশন করেন সুমনা সরকার। অনুষ্ঠানের শুরুতে নন্দিতা সরকারের পরিচালনায় মল্লার মিউজিক কলেজের ছাত্রীদের গণেশ বন্দনা দর্শকরা উপভোগ করেন। অনুষ্ঠানেক উপস্থিত ছিলেন মদন মোহন মাইতি, গৌতম মল্লিক, সত্যব্রত দোলই, চন্দন বসু, বিমল গুড়িয়া, সুব্রত সরকার, ডঃ মধুপ দে, লক্ষণচন্দ্র ওঝা প্রমুখ।

প্রকাশিত হম সাহিত্য পত্রিকা  ‘তম্বুরা। সম্পাদক সতনু সরকার সকল অতিথিদের হাতে পত্রিকাটি তুলে দেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভদীপ বসু বসু। ছন্দমের কর্ণধার ও অধ্যক্ষ প্রবীণ সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার জানান, সমগ্র অনুষ্ঠানটি দর্শকগণ উপভোগ করেছেন ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read