পারিবারিক বিবাদের জেরে বাঁশ দিয়ে মেরে বাবাকে খুন করলো ছোটো ছেলে।পরিবারের একটি উনুন ধরানোকে কেন্দ্র করে বচসা বাঁধে বাবা ও ছোটো ছেলেদের মধ্যে।বচসা থেকে হাতাহাতি হয়। পরে একটি বাড়িতে বাঁশ থাকে সেই বাঁশ দিয়ে বাবাকে মারার অভিযোগ উঠে ছোট ছেলের বিরুদ্ধে। প্রথমে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই বৃদ্ধা। তমলুক থানার খারুই গ্রামের মৃত বৃদ্ধের নাম মোহনদাস ,৬৬ বছর বয়স।
এলাকাবাসীর অভিযোগ যে তিন ছেলে মহনবাবুর। বাড়িতে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। গতকাল রাতে ছোট ছেলের সাথে তুমুল গন্ডগোল হয় এরপর ছোট ছেলে সন্টু দাস বাড়ির সামনে থাকা বাঁশ দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। ঘটনাস্থলে এলাকাবাসীরা এসে প্রথমে জানুবোসান উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তমলুক জেলা হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মারা যায় ওই বৃদ্ধা। গতকাল রাত থেকেই বাড়ি থেকে চলে যায় ছোট ছেলে। গ্রামবাসীরা সকাল থেকে ওই বাড়িতে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ যে যতক্ষণ না প্রশাসন আছে ততক্ষণ বিক্ষোভ চলবে।