কাঁথি মহকুমার অন্যতম শিশু-কিশোর সংগঠন কাঁথি শিশুমহলের উদ্যোগে গত বুধবার মহালয়ার বিকেলে কাঁথি ক্লাবের গঙ্গাধর ভবন সংলগ্ন মাঠে শারদ অর্ঘ্য নিবেদিত হল। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সহ-সভাপতি নিশিথ রঞ্জন মাইতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি এবং কাঁথি ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি।
এছাড়া অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গৌরহরি দাস, সুব্রত সাহু, সঙ্গীতা সাহু,সোম সুন্দর গুড়িয়া,কৃষ্ণা পয়ড়্যা বেরা, যূথিকা মণ্ডল, দেবব্রত সাহু প্রমুখ। সংস্থার সংগীত প্রশিক্ষক দেব কুমার দাস রচিত ও সুরারোপিত “মাগো, তুমি দুর্গতিনাশিনী” সমবেত উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মদিন এবং ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ১২১তম জন্মদিনে পুষ্পার্ঘ্য প্রদান, আলোচনা ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা নিবেদিত হয়। নৃত্য প্রশিক্ষিকা শুচিস্মিতা দে ও আরাত্রিকা মণ্ডলের নির্দেশনায় কচি-কাঁচাদের সমবেত নৃত্য,আবৃত্তি প্রশিক্ষক বেলাল উদ্দিনের নির্দেশনায় আবৃত্তির কোলাজ পরিবেশিত হয়। প্রশিক্ষক দেব কুমার দাস ও মহুয়া পণ্ডার সঙ্গীত পরিচালনায়, যোগ-প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ্যার যোগকৌশল নির্দেশনায়,সিতেশ পণ্ডার উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ সহযোগে “ওগো আমার আগমনী” শীর্ষক সংগীত-নৃত্যালেখ্য সবিশেষ উপভোগ্য হয়ে ওঠে। বিশেষ করে মহিষাসুর সহ সপরিবার দেবী দুর্গার সাজে কচি-কাচাঁদের আনন্দোচ্ছল উপস্থাপনা দর্শক সাধারণের মনোরঞ্জন করেছে।
প্রশিক্ষণ সহযোগিতায় ছিলেন সুমতি বর্মন, সুনীতা দে সাঁতরা, পাপিয়া বর্মণ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এ দিনের অনুষ্ঠান সভাপতি তথা সংস্থার সহ-সভাপতি নিশিথ রঞ্জন মাইতি। প্রাক্তনী বসুমিতা আচার্য এবং কুসুমিতা আচার্যের সৌজন্যে কচি-কাঁচা শিক্ষার্থী সহ উপস্থিত সকলের মধ্যে পায়েস বিতরণ করা হয়। সুদূর আমেরিকা থেকে শুভেচ্ছা জানান সংস্থা -সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুগ্ম সহ-সম্পাদক প্রমথেশ মণ্ডল।