কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রজত কুমার পাল এম এস সার্জারি পড়তে গেলেন বাঁকুড়া মেডিকেল কলেজে । আগামী দু বছর তিনি উচ্চত্বর শিক্ষা গ্রহন করবেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তার জায়গায় অর্থাৎ কাঁথি মহকুমা হাসপাতালের নতুন সুপার হিসেবে সোমবার দায়িত্বভার নিলেন ডাঃ চন্দ্রশেখর মাইতি। উল্লেখ্য, ইতিপূর্বে কাঁথির অতিরিক্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (এ সি এম ও এইচ) হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সোমবার নতুন সুপার ডাঃ চন্দ্রশেখর মাইতি কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান হাসপাতালের আধিকারিক ও কর্মীবৃন্দরা।
Author: ekhansangbad
Post Views: ৭৯