মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুলের উদ্যোগে এবং মেদিনীপুর সায়েন্স সেন্টারের সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত হলো একদিনের বিষয় ভিত্তিক মডেল প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা চক্র। বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও ধন্যবাদজ্ঞাপন সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কুমার দাস, মেদিনীপুর সায়েন্স সেন্টারের দুই কর্মকর্তা প্রাক্তন প্রধান শিক্ষক সুচাঁদ কুমার পান ও প্রাক্তন অধ্যাপক ড.সুভাষ চন্দ্র সামন্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ও প্রদর্শনী দেখতে আসা প্রতিবেশী পাঁচটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয়ের ৮০ টির বেশি মডেল আয়োজক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীরা প্রদর্শন করে।
মডেল প্রদর্শনী দেখতে আয়োজক বিদ্যালয়ের পাশাপাশি প্রতিবেশী চুয়াডাঙ্গা হাইস্কুল, দেশপ্রাণ হাইস্কুল, তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দির,মহতাপনগর সারদা বিদ্যাভবন ও এলাহিয়া হাইমাদ্রাসার শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়। প্রদর্শনী দেখে খুশি সকলে। উপস্থিত সকলেএই ধরনের প্রদর্শনী আয়োজনের জন্য পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।