প্রদীপ কুমার মাইতি:-২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৫টিকে পাখীর চোখ করেছে বিজেপি। সেই লক্ষ্য পুরনে এবার ঘুঁটি সাজানো শুরু করলো বিজেপি।সেই পরিকল্পনার অন্যতম বোড়ে “জাত গোখরো” মিঠুন চক্রবর্তী।
পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার। কিন্তু সেই সময়ের পর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে নেই তিনি। এবার কি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে বঙ্গ রাজনীতিতে সক্রিয় ভূমিকায়? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সেই গুঞ্জন এবার আরও বাড়িয়ে দিলেন খোদ ‘মহাগুরু’ই।
এর মধ্যে বিজেপির অন্দরে গুঞ্জন রাজ্যসভায় মিঠুন চক্রবর্তীকে সাংসদ করে বাংলায় বিজেপির সংগঠনকে সক্রিয় করার পরিকল্পনা বিজেপির? রাজ্যসভায় রুপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় মিঠুন? এমনই জল্পনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। সম্প্রতি, রূপা গঙ্গোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের রাজ্যসভা পদের মেয়াদ শেষ হয়েছে। সামনেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেই ভোটে রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন। কেন্দ্র চায় উপ রাষ্টপতি নির্বাচনের আগেই রাজ্যসভায় বিজেপির শূন্যপদ পূরণ করতে।
দিল্লির নির্দেশে কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। আজ রাজ্য দফতরে এসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন মিঠুন। আগামী দিনে মিঠুনকে কীভাবে রাজ্য বিজেপির জন্য সক্রিয় ভাবে ব্যবহার করা হবে, তা নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।মুরলীধর সেন লেনে এদিন মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষের মতো নেতারা।
এদিন সাংবাদিক বৈঠকে মিঠুন বলেন,শরীর খারাপ থাকায় এতদিন আসতে পারিনি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। কিন্তু যা খবর পেয়েছি, ভোটের পর যে অশান্তি হয়েছে, খুবই দুঃখজনক।