সিআইটিইউ-র কাঁথি রিজিওনাল কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁথি শহরের সুকুমার সেনগুপ্ত ভবনে ।সম্মেলনে শহীদ বেদীতে পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলার সম্পাদক সুব্রত পন্ডা ।শহীদ বেদিতে মাল্যদান করেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির নেতৃত্ব আশীষ প্রামানিক, সিআইটিইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য কানাই মুখার্জি,হরপ্রসাদ ত্রিপাঠী, তাপস মিশ্র, সঞ্জিত রঞ্জন দাস ।সম্মেলনে উদ্বোধন করেন জেলা সম্পাদক সুব্রত পন্ডা। সম্মেলনে সভাপতি মন্ডলীতে ছিলেন বিশ্বনাথ রায়, শক্তিপদ পন্ডা ,প্রণব করন, সুতনু মাইতি ,শেখ আইনুদ্দিন।
সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায় সম্পাদক জয়দেব পন্ডা, সম্পাদকীয় প্রতিবেদনের উপরে আলোচনা করেন ১৬ জন প্রতিনিধি নেতৃত্ব ।২৮৪ জন প্রতিনিধি নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে কাঁথি এবং দেশপ্রাণ রিজিওনাল কমিটি তৈরি হয় ।কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক নির্বাচিত হন জয়দেব পন্ডা ,সভাপতি হন কানাই মুখার্জি। কাঁথি রিজালাল কমিটি ৪৩ জনের তৈরি হয়। দেশপ্রাণ রিজিওনাল কমিটিতে সুতনু মাইতিকে সম্পাদক ও শক্তিপদ পন্ডাকে সভাপতি করে ৩১জনের কমিটি তৈরি হয় । সম্মেলনের মঞ্চে সিআইটিইউ জেলা সম্পাদক সুব্রত পন্ডার হাতে কাঁথি রিজিওনাল কমিটির পক্ষ থেকে ১০০০ টাকা বন্যার ত্রানে তুলে দেওয়া হয়।