বন্য প্রানী মৃত বাঘরোলের জীবন্ত শিশুদের বাঁচাতে ড্রোন উড়িয়ে খোঁজ চললো সোমবার সারাদিন ধরে ।রাস্তার দুপাশে হোগলা ও খড়িবনে তল্লাশি শুরু করে পরিবেশ কর্মীরা।ঘটনাটা হাওড়ার বাগনান এলাকার।
জানা গেছে বাগনানের মানকুড় গ্যারেজ মোড়ের কাছে একটি বাঘরোলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য দেবরাজ আড়ু। মঞ্চের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরে।খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত বাঘরোল টিকে উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে মৃত স্ত্রী বাঘরোলটি দুগ্ধবতী জানার পর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ।আনা হয় ড্রোন ক্যামেরা। রাস্তার দুপাশে হোগলা ও খড়িবনে তল্লাশি শুরু করে পরিবেশ কর্মীরা। তাদের সঙ্গে তল্লাশিতে এগিয়ে আসে স্হানীয় প্রশাসন থেকে এলাকার বাসিন্দারা।ড্রোন ক্যামেরা উড়িয়ে দিনভর চলে বাঘরোলের বাচ্চাদের খোঁজ। যদিও সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের খোঁজ পাওয়া যায়নি।তবে পরিবেশ মঞ্চ কিংবা বন দফতরের আধিকারিকরা হতাশ নন ।তাঁরা জানিয়েছেন আগামী দিন গুলোতেও খোঁজ চালিয়ে বাচ্চাদের উদ্ধারের চেষ্টা করা হবে