Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবাজপুট স্বর্ণময়ী ক্লাবের শারদোৎসবের উদ্বোধন করলেন সুপ্রকাশ গিরি।

আজ মহা পঞ্চমীর পূর্ণ লগ্নে কাঁথি ১ ব্লক  এলাকার সাবাজপুট স্বর্ণময়ী ক্লাবের আয়োজনে শারদোৎসবের শুভ উদ্বোধন হল। মঙ্গল দীপ জ্বেলে ফিতা কেটে পূজো মণ্ডপের উদ্বোধন করলেন কাঁথি পুরসভার পুরো প্রধান ও বলাগেরিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল এলাকা বাসীর সঙ্গে শারদীয়ার  শুভেচ্ছা বিনিময় করলেন ও পুজোর দিন গুলো তে আনন্দ উৎসবে অংশগ্রহন করার আহ্বান জানালেন সুপ্রকাশ_গিরি।,উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ_জানা ,অমলেন্দু পাহাড়ি,সুনীত পট্টনায়ক, তনময় পন্ডা, সংস্থার সম্পাদক নমিতা দাস, মুখ্য উপদেষ্টা তথা পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। এই দুর্গোৎসব আগামী রবিবার পর্যন্ত চলবে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবন্ধী প্রবীণ নাগরিক ও বিধবাদের সম্মান প্রদান করা হয়। এই উৎসবে যাত্রা সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা আছে। জেলার মধ্যে সর্ববৃহৎ মহিলা সংঘ। সাবাজপুট স্বর্ণময়ী সংঘের বর্তমান সদস্য সংখ্যা চার শতাধিক। এই উৎসবকে ঘিরে এলাকায় চলে আনন্দের জোয়ার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read