এবাররের দুর্গাপুজোয় নজরকাড়া প্রতিমা দিয়ে ভিড় টানছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের ছোটনলগেড়্যা সর্বজনীন দুর্গাপুজো। ৫১পিঠ সতীর ভৈরবের বিশেষ থিমে সেজেছে পূজো মণ্ডপ। মঙ্গলবার মহাপঞ্চমীতে সেই পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের তারকা সাংসদ জুন মালিয়া।
তিনি এদিন পূজো মণ্ডপে উপস্থিত হয়ে ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পড়ে শোনান। তাঁর সাথে উপস্থিত এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি। সাংসদের হাতে স্মারক ও উপহার তুলে দেন পুজো উদ্যোক্তারা।
Author: ekhansangbad
Post Views: ৯৫