কেন্দ্রীয় সংস্থা ইডি ব্যাবহার করে বারবার দলের প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি রাহুল গান্ধীকে হেনস্থা এবং কংগ্রেসের নেতাদের গ্রেপ্তার ও তাঁদের প্রতি বর্বর আচরণ, কেন্দ্রীয় সরকারের “অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামলো কংগ্রেস কর্মীরা।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লক কংগ্রেসের উদ্যোগে নিমতৌড়িতে অবস্থান সত্যাগ্রহ আন্দোলনে সামিল হলেন দলীয় কর্মীরা।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, সম্পাদক সুকুমার পট্টনায়ক, জয়ন্ত চৌধুরী, আলোক মিশ্র,কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য্য, ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময মন্ডল, সেবাদলের চেয়ারম্যান সেক জাফরুল্লাহ, তমলুক ব্লক কংগ্রেস সভাপতি তপন মাইতি, কংগ্রেস নেতা স্বপন রায়, সেক ফিরোজ,প্রভাত শী, মুক্তিপদ মাইতি এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ।