Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাজাতি সদনে প্রতাপ রায়  স্মরণ সন্ধ্যা

কেকা মিত্র :- বাংলা সঙ্গীতের জগত তাকে চেনে বেবী দা নামেই। তিনি প্রবাদ প্রতিম সঙ্গীত আয়োজক
প্রতাপ রায়। সত্তর এর দশক থেকে তিনি শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, হৈমন্তী শুক্লা, বনশ্রী সেনগুপ্ত থেকে মান্না দে সকলের সাথে তিনি পিয়ানো একোডিযান বাজিয়েছেন। সেই জনপ্রিয় সঙ্গীত আয়োজক গত ১ লা সেপ্টেম্বর রবিবার ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। সেই প্রতাপ রায়ের স্মরণে তার অনুরাগীরা আয়োজন করেছিল
আজ ২ রা অক্টোবর মহাজাতি সদনে এক স্মরণ সন্ধ্যার। অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্র সঙ্গীত আগুনের পরশমনি দিয়ে। তাকে কথায় এবং গানে স্মৃতি চারণ করেন ক্যালকাটা কয়ার এর প্রাণ পুরুষ এবং বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য্য,
ড : শ্রীকুমার চট্টোপাধ্যায়, গিটারিস্ট স্বপন সেন, সমীর খাজনবিস, গণনাট্য সংঘের সম্পাদক কঙ্কন ভট্টাচার্য, রবীন্দ্র সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দোপাধ্যায়, সৌমিত্র বন্দোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, ব্রম্ভতোশ চট্টোপাধ্যায়, গীতিকার – সুরকার শ্যামল বন্দোপাধ্যায়, সঙ্গীত পরিচালক শান্তনু বসু, অভিজিৎ বন্দোপাধ্যায়।

ডাক্তার কাঞ্চন চট্টোপাধ্যায়। স্বরচিত কবিতা পাঠ করে শোনান রাজেন্দ্র নাথ কর। প্রয়াত এই শিল্পীকে কথায় গানে স্মরণ করেন ঐকতান এর শিল্পীরা।সব শেষে প্রতাপ রায় কে নিয়ে এক ঘণ্টার একটি তথ্যচিত্র দেখানো হয়। এই তথ্যচিত্র টি পরিচালনা করেন কৌশিক সেনগুপ্ত। অনুষ্ঠানের শেষে বেবিদার সেই বিখ্যাত পিয়ানো একোডিয়ান বাজিয়ে শোনান কল্যাণ সেন বরাট। জিনা ইয়া মরনা ইয়া এই গানে র সাথে সকলেই চোখের জলে গলা মেলান। সমগ্র অনুষ্ঠানটি সুচারু সঞ্চালনায় ছিলেন দেবাশিস বসু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read