কাঁথির ছাত্র যুব সহ সর্বস্তরের নাগরিক সমাজকে নিয়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন মঞ্চ গড়ে উঠেছে,তার উদ্যোগে মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় আজ কোলাঘাট ব্লকের বন্যার্ত এলাকা সাপুয়া গ্রামে অভয়া মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শিশু সহ এলাকার প্রায় দুই শতাধিক মানুষ ক্যাম্পে আসেন চিকিৎসা নিতে। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডাঃ সুনিত জানা, ডাঃ রফিকুল হক,ডাঃ সূর্য শংকর দত্ত, ডাঃ লালু হেমব্রম, ডাঃ রাকেশ মান্না প্রমূখ।
Author: ekhansangbad
Post Views: ২৯