Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসর্জনের বিশেষ শোভাযাত্রা
তমলুকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা বা পুজোর কার্নিভাল চলছে রাজ্যপাল জুড়ে। কলকাতার পুজো কার্নিভাল এর আগে জেলায় জেলায় পুজোর কার্নিভাল শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পূজার কার্নিভালের আয়োজন করা হয়েছে সোমবার সন্ধ্যায়। গত বছর কার্নিভালে অংশ নিয়েছিল  ১৭ টি সার্বজনীন পুজো কমিটি। এবার সেটা বেড়ে হয়েছে কুড়িটি পূজো কমিটি।

রবিবার রাতেই পূজোর কার্নিভালের প্রস্তুতি দেখতে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী এবং জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিক এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই পুজো কার্নিভাল শুরু হবে। এই শোভাযাত্রা দেখতে রাস্তার দু’ধারে সাধারণ দর্শনার্থীদের প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিসর্জনের এই  বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভাল দেখতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে উপস্থিত থাকবেন জেলাশাসক জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read