Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্দারমনিতে মাটি পাচার রোধে করল পুলিশ

পুলিশি তৎপরতায় মান্দারমনি থানা এলাকায় মাটি পাচার রোখা সম্ভব হল।মন্দারমনি থানা এলাকায় মাটি পাচার করার সময় মন্দারমনি থানার পুলিশ গিয়ে মাটি ভর্তি ট্রাক্টর আটক করে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত মন্দারমনি থানা এলাকার দক্ষিণ পুরুষোত্তমপুর গ্রামের বাসিন্দা নাসিম আলী খান ও মানিক দলাইকে সোমবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়।

মন্দারমনি থানার ওসি অরিজিৎ চ্যাটার্জী জানিয়েছেন এই থানা এলাকায় অবৈধভাবে মাটি ও বালি পাচারের অভিযোগ উঠছিল। এই পাচার রোখার জন্য পুলিশ তৎপর হয়। রবিবার মাটি পাচার পুলিশের নজরে আসে।মাটি ভর্তি ট্রাক্টর আটক করে বৈধ কাগজপত্র চাইলে দিতে পারেনি। সেই কারণে ট্রাক্টর কি আটক করে  দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি আরো বলেন এই ধরনের অভিযান চলবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read