বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রয়াত ‘মিসাইল ম্যান’ ডঃ এপিজে আব্দুল কালামের আবক্ষ মূর্তি উন্মোচিত হল সেদিনীপুর শহরের হবিবপুরের মিঠু মসজিদ এলাকার ডঃ এ পি জে আব্দুল কালাম এ্যাথেলেটিক ক্লাব সংলগ্ন এলাকায়। এপিজি আব্দুল কালাম এ্যাথালেটিক ক্লাবের উদ্যোগে তৈরি হওয়া এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন মেদিনীপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহ। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুসময় মুখার্জী’ সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
এই অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ছাত্রছাত্রী হাত শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ক্লাবের সভাপতি আব্দুল সালাম খান বলেন, তাঁদের ক্লাব এলাকার উন্নয়নে বেশ কয়েকবছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে। এ পি জে আব্দুল কালাসের আদর্শকে তুলে ধরে আদর্শ সমাজ গড়ে তোলা এই ক্লাবের লক্ষ্য। এলাকার সকলের সহযোগিতায় আরো উন্নয়নমূলক কাজ করতে তাঁরা বদ্ধপরিকর। এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল সালাম খান, সহসভাপতি অরিন্দম মুখার্জি, সদস্য সেক বাবলু, সেক লালু, প্রলয় কান্তি সাঁতরা,তারক বোস,সেক মইদুল,সেক সারজু,সেক রফিক সহ অন্যান্যরা।