স্ত্রীর সাথে বিবাদের জেরে মানসিক অবসাদে বিজেপির এক কর্মী আত্মহত্যা করলো। শশুরবাড়িতে গিয়ে বচসার মাঝেই ক্ষিপ্ত হয়ে কাঁচের বোতল ভেঙ্গে নিজের পেটে ঢুকিয়ে এই কর্মী আত্মহত্যা করে বলে দাবি বাড়ির লোকেদের। ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চকগড়ুপোতা এলাকার । মৃত বিজেপি কর্মীর নাম জন্মেঞ্জয় (লালু) গাঁতাইত। জানা গেছে বেশ কয়েকমাস ধরে পারিবারিক অশান্তির কারনে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে শশুরবাড়িতে গিয়ে সেখানে বচসায় মাঝে হাতের কাছেচপড়ে থাকা কাঁচের বোতল ভেঙে তিনবার নিজের পেটে ঢুকিয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে পাঁশকুড়া বড়মা হাসপাতালে ও পরবর্তীতে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। তমলুক থানার পুলিশ প্রাথমিক ভাবে খবর পেয়েছে বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ১১২