অবৈধ শব্দবাজি পাচারের অভিযোগে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করলো এগরা থানার পুলিশ। গত ১৪ অক্টোবর এগরা থানার গৌড়পাহাড়ী বাসস্ট্যান্ড থেকে প্রায় তিন লক্ষ টাকার অবৈধ বাজি উদ্ধার করে এগরা থানার পুলিশ। পাশাপাশি উত্তর তাজপুর এর নিমকবাড় গ্রামের বাসিন্দা অরবিন্দ ভূঁইয়া কে গ্রেফতার করে। বুধবার তাকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হলে বিচার পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
তাকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে পুলিশ জানতে পারে এই ঘটনায় যুক্ত উত্তর তাজপুর গ্রামের বাসিন্দা তপন খাটুয়া। বুধবার অভিযান চালিয়ে তপন খাটুয়াকে গ্রেফতার করে। বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ৫৫