ভাগ্নী পরিচয় দিয়ে মন্দারমনি পর্যটন কেন্দ্রে নিয়ে এসে নাবালিকা কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক বিহারের বাসিন্দা যুবক। অভিযোগ কয়েকদিন আগে বিহার রাজ্যের সারসা জেলার সারসা এলাকার বাসিন্দা মানু আনন্দ ওরফে মোহিত সিং নাবালিকা ও তার মাকে নিয়ে পর্যটন কেন্দ্র মন্দারমনিতে আসে। একটি বেসরকারি হোটেলে ওঠে তারা। এই সময় ওই নাবালিকাকে যুবক ধর্ষণ করে বলে তার মায়ের অভিযোগ। নাবালিকার মা এই চাঞ্চল্যকর অভিযোগ মন্দারমনি থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে।
বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক কলকাতার কসবা থানা এলাকায় ১৮৬ দেব ব্যানার্জি রোড এর অস্থায়ী ঠিকানায় ভাড়া বাড়িতে বসবাস করত। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অনুমান এর পেছনে কোন পরকীয়া ঘটনা লুকিয়ে থাকতে পারে। এই ঘটনার গোপন রহস্য উদ্ধারের জন্য পুলিশ অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে তদন্ত শুরু করেছে।