অভয়ার দ্রুত ন্যায় বিচারের দাবিতে এবং কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সহ স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে চলমান আন্দোলনের সমর্থনে কলকাতায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আজ জাস্টিস ফর আর জি কর ঘাটাল গ্রুপের আহ্বানে ঘাটালের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সকাল ন’টা থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনের প্রতীকী অনশন ও অবস্থানে সামিল হলেন ঘাটালের ১২ জন বিশিষ্ট নাগরিকবৃন্দ।
অনশনকারীদের মধ্যে রয়েছেন, ডাঃ সুজিত মাইতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মাইতি,নার্স রিক্তা মাজী, শিক্ষক হেমন্ত সী প্রমুখ। এছাড়াও অনশনকারীদের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা বিদুষী মান্না, গবেষক বৈদ্যনাথ মাহাতো, শিক্ষিকা বিভা পাল, শিক্ষক কিশলয় সামন্ত সহ ঘাটালের বিশিষ্ট মানুষজন। বিশিষ্টজনেরা অনশন মঞ্চ থেকে যতদিন না দাবী আদায় হয়,ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।