পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতেত শিকদারচকে “বিধায়ক উন্নয়ন তহবিল” থেকে রাস্তা নির্মিত হল। এই প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা।
এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি পবিত্র প্রধান, মন্ডল নেতৃত্ব প্রদীপ বাশুলী ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিধায়ক সুমিতা সিনহা বলেন ” তৃনমূল সরকারের অসহযোগিতা ও একশ্রেনীর সরকারি আধিকারিকদের বিপুল বাধা সত্ত্বেও এলাকাবাসীদের বিগত দিনের দাবি পূরণ করতে পেরে খুবই গর্বিত”।
মন্ডল নেতৃত্ব প্রদীপ বাসুলি বলেন ” এলাকাবাসীদের বহুদিনের ইচ্ছা বাস্তবায়ন হল বিধায়কের উন্নয়ন তহবিল থেকে। বিধায়ক যেভাবে মানুষের পাশে থাকে , ভবিষ্যতে আরো যাতে উন্নয়নের ধারা বজায় থাকে , তার জন্য আমরা সচেষ্ট হব। প্রকল্পটি উদ্বোধনের পর এলাকাবাসীদের মিষ্টিমুখ করানো হয়।
Author: ekhansangbad
Post Views: ৬৯