Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মজুরীবৃদ্ধি  দাবীতে সম্মেলনে হোসিয়ারী শ্রমিকদের

হোসিয়ারী শ্রমিকদের রাজ্য সরকার ঘোষিত নূন্যতম মজুরী অনুসারে অবিলম্বে বকেয়া চার(২০২১,২২,২৩,২৪)বছরের মজুরী বৃৃদ্ধি কার্যকর সহ বিভিন্ন দাবীতে গড়ে ওঠা আন্দোলনকে শক্তিশালী করতে আজ ২০ অক্টোবর কোলাঘাটের বরদাবাড় প্রাইমারী স্কুলে প্রয়াত শ্যামল মন্ডল মঞ্চে এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি শ্রমিকদের চতুর্দশ জেলা সম্মেলনের আয়োজন করে। শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা কমিটির সভাপতি মধুসূদন বেরা। অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন এ আই ইউ টি ইউ সির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস,রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, রাজ্য কমিটির সদস্য সমরেন্দ্র নাথ মাজী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক।জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক হোসিয়ারী শ্রমিক যোগদান করেন। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ইউনিয়নের জেলা সম্পাদক নেপাল বাগ। শোক প্রস্তাব পাঠ করেন ইউনিয়নের জেলা যুগ্ম সম্পাদক তপন কুমার আদক। আর জি করে নিহত অভয়া খুনের সাথে যুক্ত সবাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ডাক্তারদের চলমান আন্দোলনের সমর্থনে একটি প্রস্তাব উত্থাপন করেন নব শাসমল। সম্পাদকীয় প্রতিবেদন সহ আর জি কর আন্দোলন সম্পর্কে প্রস্তাব সম্মতিক্রমে গৃহীত হয়। সভা থেকে মধুসূদন বেরা কে সভাপতি তপন কুমার আদক ও নব শাসমল কে যুগ্ম সম্পাদক করে ৩৩ জনের একটি শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়।
            ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান,সরকার ঘোষিত মজুরীবৃদ্ধি অবিলম্বে কার্যকর করার দাবীতে কলকাতায় শ্রমমন্ত্রীর নিকট ডেপুটেশন সহ বিভিন্ন আন্দোলনের কর্মসূচি সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read