Select Language

[gtranslate]
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁশকুড়া বিডিও অফিসে কৃষকদের বিক্ষোভ

পাঁশকুড়ার ওয়ান মেন ক্যানেল ও ঐ ক্যানেলের সাথে যুক্ত নিকাশী নালা অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে নারান্দা-মহৎপুর কৃষি বাঁচাও কমিটির পক্ষ থেকে আজ পাঁশকুড়া-১ ব্লকের বিডিও অমিত কুমার মন্ডলের নিকট বিক্ষোভ প্রদর্শনে সামিল হন ও স্মারকলিপি প্রদান করা হয়। বিডিও কৃষকগণকে প্রতিশ্রুতি দেন, আগামী ২৩ অক্টোবর তিনি এন এইচ এ আই এর প্রতিনিধিদের নিয়ে এলাকা পরিদর্শনে যাবেন এবং নিকাশি নালা খননের কাজ শুরু করার উদ্যোগ নেবেন।

প্রসঙ্গত উল্লেখ্য,ওই ক্যানেল ও শাখা খাল সংস্কার না হওয়ার ফলে নারান্দা,মহৎপুর,শিমুলহান্ডা,আখোয়ার সহ বিভিন্ন গ্রামের জলনিকাশি বন্ধ হয়ে এলাকার ধান,ফুল,বাদাম সরিষা চাষ নষ্ট হচ্ছে। সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই নাসা খাল সংস্কার করতে গেলে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ওই কাজে বাধা দেয় বলে অভিযোগ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read