Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এভারেডি কোম্পানি মঙ্গলদাড়ি বিনাপানি সংঘতে দরিদ্রের হাতে টর্চ বিতরণ করলেন

বন্যার সাপের কামড়ে মৃত্যুর ঘটনা বেড়ে চলছে, তাই বন্যা ত্রানে এভারেডি কোম্পানি মঙ্গলদাড়ি বিনাপানি সংঘ তে পাশকুড়া ব্লকের গোবিন্দনগর গ্রামপন্চায়েতের ৫০০ জন পিছিয়ে পড়া বর্গের হাতে টর্চ তুলেদিলেন   ও নয়াবসান এস এস কে তে ঘোষপুর  গ্রামপন্চায়েতের ৫০০ জন পিছিয়ে পড়া বর্গের হাতে টর্চ তুলেদেন,স্থানীয় গ্রামবাসীরা খুব খুশি কারন ব্ন্যা ত্রানে টর্চ এটা খুব দরকার ছিল।

গ্রামবাসী রা কাজলা জনকল্যাণ সমিতি ও এভারেডি কোম্পানি কে ধন্যবাদ জানান,বিতরনে স্থানীয় সমাজ সেবি সবুজ জানা ও কাজলা জনকল্যাণ সমিতি থেকে অনিরবান চক্রবর্তী উপস্থিত ছিলেন। সমিতির সম্পাদক স্বপন পন্ডা সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read