Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রবি ঠাকুরের খেজুরি আগমনের স্মরণে আলোচনা সভা

রবি ঠাকুরের খেজুরি আগমনের ১২৮তম বর্ষ উদযাপিত হলো খেজুরির ইড়িঞ্চিতে। সূত্রের খবর ১৮৯৭ খ্রিস্টাব্দে ২১ আগস্ট রবি ঠাকুর উড়িষ্যার টাইডাল ক্যানেল দিয়ে খেজুরি এসেছিলেন এবং এই জল পথ ধরে উড়িষ্যা গিয়েছিলেন। সেই দিনটি স্মরণ করে একটি সাহিত্য ও আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ডঃ প্রবাল কান্তি হাজরা, কবি অমৃত মাইতি, কেশবচন্দ্র প্রধান, অশোক আদক, বিশ্বজিৎ  পানিগ্রাহী , সুমন কল্যাণ ভৌমিক, মহামায়া গোল প্রমূখ।

সোমবার বিকেলে বিষ্ণুপদ জানার মেঠোপথ পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেন দুর্গা দাস অনিল সাহু, সুনিল কুমার মাইতি সহ অন্যান্য বিশিষ্ট কবি ও লেখক। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের আগমনের ইতিহাস তুলে ধরেন বিদগ্ধ বক্তাগণ সহ অন্যান্য আলোচনাও হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read