Select Language

[gtranslate]
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরাতন মোবাইল কিনে বিপাকে পড়ল কিশোর পড়ুয়া

মোবাইল দোকান থেকে অবৈধ পুরাতন মোবাইল  কিনে বিপাকে পড়ল কিশোর পড়ুয়া। সূত্রের খবর জানা গেছে নন্দীগ্রাম এক ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের জামবাড়ির এক ১৭বছরের পড়ুয়া একটি মোবাইল দোকান থেকে পুরনো মোবাইল কেনে। তারপর সিম লাগিয়ে ব্যবহার করতে গেলে নন্দীগ্রাম থানা থেকে ফোন আসে। ওই মোবাইলটি চুরি যাওয়া মোবাইল। ওই পড়ুয়ার বাড়ির লোকেরা জানতে পেরে মোবাইলটি নিয়ে নন্দীগ্রাম থানায় জমা দেয়। জানা গেছে ওই মোবাইলটি তমলুকের এক ব্যক্তির চুরি হয়ে যায় কিছুদিন আগে।

ওই ব্যক্তি তমলুক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তমলুক থানার পুলিশ তদন্তে নামে। টাওয়ার লোকেশন করে জানতে পারে মোবাইলটি নন্দীগ্রাম থানা এলাকায় জামবাড়িতে আছে। নন্দীগ্রাম থানাকে জানালে তারা ওই কিশোরকে ফোন করে। পুলিশ সূত্রে খবর এইভাবে অবৈধ মোবাইল নন্দীগ্রামের বিভিন্ন মোবাইল দোকানে অবৈধ মোবাইল  বিক্রি হচ্ছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন। ওই মোবাইল দোকানদার জানিয়েছে সে বুঝতে না পেরে এক ব্যক্তির কাছ থেকে ওই মোবাইলটি কিনে নিয়েছিল। সেই সময় কোন কাগজপত্র দেখেনি। তিনি স্বীকার করেছেন এরপরে আর এই ধরনের কোন কাজ করবেন না। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read