পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলী নির্বাচনে সরাসরি তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ করছে না। সোমবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন এই নির্বাচনে সমবায় উন্নয়ন মঞ্চ গঠিত হয়েছে। উন্নয়ন মঞ্চের প্রার্থীদের সমর্থন করবে।এই সমবায়ের প্রতিষ্ঠাতা কানাইলাল দাসের নেতৃত্বে সমবায় উন্নয়ন মঞ্চ গঠিত হয়েছে। এই সমবায় উন্নয়ন মঞ্চের মাধ্যমে প্রতিদ্বন্দিতা করছেন। কারণ সমবায় নির্বাচনে দলীয় প্রতীক কোন থাকেনা। এই নির্বাচন অরাজনৈতিকভাবে হয়।
সেই কারণে তৃণমূল সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে না। যদিও এই নির্বাচনে বিজেপি সরাসরি অংশগ্রহণ করেছে। সূত্রের খবর এই সমবায় সমিতিতে মোট ভোটার৬৬৫ জন। নির্বাচনে মোট ১২ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। বিজেপি ১২ জন প্রতিনিধি দিয়েছে। নির্বাচন হবে আগামী ২৭ অক্টোবর। এই নির্বাচনকে যিনি এলাকায় ব্যাপক তোর জোর শুরু হয়েছে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে।