শিয়ালের আক্রমণে আহত হল শিশু ও মহিলা সহ দুজন। তাদের ভর্তি করা হয়েছে রেয়া পাড়া গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম দুই ব্লকের টাকাপুরায়। জানা যায় শিশুটি যখন বাড়ির বারান্দায় খেলছিলো সে সময় একটি শিয়াল শিশুটির উপর আক্রমণ করে। তখন শিশুটিকে বাঁচাতে তার মাসি সবিতা করন এলে সেও শেয়ালের আক্রমনে জখম হন। তারা রেযাপাড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৭৮