গৃহবধূকে পুড়িয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হলো দেওয়ার। অভিযোগ গত জুন মাসের তালপাটিঘাট কোস্টাল থানার বাড়কশড়িয়া গ্রামের গৃহবধূ সুতৃষ্ণা প্রধান এর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। তারপর গৃহবধূর বাপের বাড়ির লোকেরা ২৭ জুন তালপার্টিঘাট কোস্টাল থানায় খুনের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। প্রথমে তার স্বামীকে গ্রেফতার করে এবং সে জেল হাজতে রয়েছে।
তারপর গৃহবধূর দেওর গোপাল প্রধান কে মঙ্গলবার গ্রেফতার করে। ধৃতকে বুধবার আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে জেল হাজতের নির্দেশ দেন। সূত্রের খবর গত জুন মাসে গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের লোকেরা গৃহবধুর আত্মহত্যা বললেও তার বাপের বাড়ির লোকেরা মানতে চায়নি। সেই কারণে থানায় অভিযোগ দায়ের হয়।
Author: ekhansangbad
Post Views: ৪১